ইয়াবাসহ ইউপি মেম্বারের স্ত্রী ও তার সহযোগী আটক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২২; সময়: ৪:২২ অপরাহ্ণ |
ইয়াবাসহ ইউপি মেম্বারের স্ত্রী ও তার সহযোগী আটক

পদ্মাটাইমস ডেস্ক : চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে ২১ হাজার ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সাতকানিয়ার উত্তর মাদার্শার ইউপি মেম্বার মোজাম্মেল হক ইকবালের স্ত্রী শায়লা সাবরিন মিতুসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৮ আগস্ট) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সাতকানিয়া থানার উত্তর মাদর্শা এলাকার সিকদার পাড়ার ইউপি মেম্বার মোজাম্মেল হক ইকবালের বসতঘরে অভিযান চালিয়ে তার স্ত্রী শায়লা সাবরিন মিতুকে আটক করা হয়েছে। তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১৮ হাজার ৩৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ র‍্যাব কর্মকর্তা বলেন, মিতু প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে স্বামী ইকবাল মেম্বারের সহযোগিতায় কক্সবাজার থেকে স্বল্পমূল্যে ইয়াবা কিনে পরে তা চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন।

অন্যদিকে নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় একটি ফ্ল্যাটে আরেক অভিযানে মিতুর সহযোগী মর্তুজা আক্তারকে (৩৭) আটক করেছে র‍্যাব।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের স্টিলের আলমারির ভেতরে রাখা একটি শপিং ব্যাগের ভিতর থেকে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ২০ হাজার টাকাও জব্দ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে