গোদাগাড়ীতে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন ও সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: আগস্ট ৮, ২০২২; সময়: ৩:১০ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন ও সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক  : নানান আয়োজনের মধ্যদিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২ হম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১০ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পূষ্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলমের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে ‘মহিয়সী বঙ্গমাতা চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা শীর্ষক’ প্রবন্ধ পাঠ করা হয়। প্রবন্ধ পাঠ করেন, গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও গোদাগাড়ী সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগীয় প্রক্তন অধ্যাপক এবিএম কামারুজ্জামান বকুল।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি ও গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন কৃষি অফিসার শারমিন সুলতানা ও তথ্য সেবা কর্মকর্তা নাফিজা তাবাসসুম।

পরে আট জন নারীকে সেলাই মেশিন ও দুই জনকে দুই হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিহত পরিবার বর্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন ও মোনাজাত করা হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে