তেলের মূল্য বৃদ্ধিতে দিশেহারা মানুষ বিএনপি নেতা দুলু

প্রকাশিত: আগস্ট ৭, ২০২২; সময়: ৯:১৮ অপরাহ্ণ |
তেলের মূল্য বৃদ্ধিতে দিশেহারা মানুষ বিএনপি নেতা দুলু

নিজস্ব প্রতিবেদক, নাটোর : বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে মানুষ এখন দিশেহারা হয়ে পড়েছে। মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এই সরকার দানবে পরিণত হয়েছে।

দেশের মানুষ এই দানব সরকারের নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে। বাংলাদেশের সমস্ত অর্জনগুলোকে কেড়ে নিচ্ছে তারা। সেজন্য এদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়াটাই হচ্ছে একমাত্র দেশপ্রেমিকের কাজ। এই সরকার হটাও আন্দোলনে সকলকে শরীক হওয়ার আহবান জানান তিনি।

রোববার দুপুরে জেলা জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। জ্বালানী তেল সহ সকল প্রকার জ্বালানীর মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদলের সভাপতি নূর আলমকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দল এই সমাবেশ করে।

শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আরোও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক শহিদুল ইসলাম বাচ্চু, কৃষক দলের যুগ্ন আহবায়ক কাজী বাবলু, হাসান আলী প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে