প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পেল শ্রাবণ

প্রকাশিত: আগস্ট ৭, ২০২২; সময়: ১২:৪০ অপরাহ্ণ |
প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পেল শ্রাবণ

পদ্মাটাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান পেয়েছে ময়মনসিংহের হালুয়া ঘাটের কৃষক আরেং ও নীলিমা স্নালের ছেলে ১২ বছরের শ্রাবণ স্নাল।

শনিবার দুপুরে তার হাতে এক লাখ ৯৪ হাজার টাকা তুলে দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এর আগে শ্রাবণকে আরো এক লাখ টাকা দেওয়া হয়েছিল। এ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান হিসেবে শ্রাবণকে দুই লাখ ৯৪ হাজার টাকা দেওয়া হলো।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ্, হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমূখ।

হজকিন্স লিম্ফোমা রোগে আক্রান্ত শ্রাবণ। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এলে শ্রাবণকে বিএসএমএমইউতে চিকিৎসার জন্য উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে নির্দেশ দেন।

গত বছর ২৪ অক্টোবর জ্বর ও গলার ডানপাশে লসিকা গ্রন্থি ফোলা নিয়ে শ্রাবণকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগে অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহের অধীনে ভর্তি করা হয়।

পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শ্রাবণের হজকিন্স লিম্ফোমা রোগ নির্ণয় করা হয়। একই বছরের ৭ নভেম্বর তাকে প্রথম কেমোথেরাপি দেওয়া হয়। এ পর্যন্ত শ্রাবণকে ৬ সাইকেল কেমোথেরাপি দেওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে