ববিতে ‘বঙ্গবন্ধুর আইন ও মানবাধিকার’ শীর্ষক ওয়েবিনার

প্রকাশিত: আগস্ট ৭, ২০২২; সময়: ১১:৫০ পূর্বাহ্ণ |
ববিতে ‘বঙ্গবন্ধুর আইন ও মানবাধিকার’ শীর্ষক ওয়েবিনার

পদ্মাটাইমস ডেস্ক : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বঙ্গবন্ধুর আইন ও মানবাধিকার শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ আগস্ট) মুজিব শতবর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে এই ওয়েবিনারটি সম্পন্ন হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন।

অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে আইন ও মানবাধিকার সম্বলিত একটি স্বয়ংসম্পূর্ণ সংবিধান উপহার দিয়ে গেছেন।

আইনের শাসন, সুবিচার এবং মানুষের অধিকার নিশ্চিত করতে সংবিধানের রক্ষক তথা অভিভাবক রেখে গেছেন। সাধারণ মানুষের সব রকমের অধিকার নিশ্চিত করেছেন সংবিধানের মাধ্যমে। আমরা যদি এই সংবিধানের প্রতিটা অনুচ্ছেদ অনুধাবন করতে পারি তবে আমরা প্রতিটি লাইনে লাইনে ছত্রে ছত্রে বঙ্গবন্ধুর চিন্তা-চেতনা ও আদর্শের স্পষ্ট ধারণা আমরা পাই।

তিনি বলেন, আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শে জীবনধারণ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সংবিধান অনুযায়ী চলতে হবে। তবেই বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. সাদেকুর রহমান। এছাড়াও ওয়েবিনারে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সব বিভাগের শিক্ষক, বিভিন্ন দপ্তর প্রধান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে