কাশিয়াডাঙ্গা মিয়াপুরে প্লট ব্যবসায়ীর অফিস ভাংচুর ও লুটপাটের অভিযোগ

প্রকাশিত: আগস্ট ৬, ২০২২; সময়: ৯:৩৭ অপরাহ্ণ |
কাশিয়াডাঙ্গা মিয়াপুরে প্লট ব্যবসায়ীর অফিস ভাংচুর ও লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে তাহাশিন আলী নামের এক প্লট ব্যবসায়ীর ব্যবসায়ীক অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও গুরুত্ব পূর্ণ জমির কাগজ পত্রসহ লক্ষাধিক টাকা লুট করে নেয়ার অভিযোগ উঠেছে। শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে এ ঘটনা।

ঘটনা সূত্রে জানা গেছে, কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর এলাকার মৃত মহাশিন আলীর ছেলে তাহাশিন আলী সেমি টাউন রিয়েলস্টেট নামের প্রতিষ্ঠানের ব্যনারে দীর্ঘদিন যাবত প্লট ব্যবসার সাথে জড়িতো। সাম্প্রতিক মিয়াপুর এলাকায় তাহাশিন আলী ৪২ কাঠা জমি ক্রয় করে ওই জমির ওয়ারিসদের কাছে থেকে। সেই জমি কেনাকে কেন্দ্র করে ওই এলাকার লোকমানের ছেলে পুলিশ সদস্য ফায়সালের ক্ষমতাবলে ওই এলাকার মৃত শুকুরের ছেলে জেহের আলী তার ভাই ইসরাইল, ইজরাইল, সাদেক মন্ডল ও তার ছেলে গেদু,লোকমানের ও তার ছেলে লাল চাঁন, শুকুরের ছেলে শমজান ও তার স্ত্রী, লোকমান ও তার স্ত্রীসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে মিয়াপুর বাজারে প্লট ব্যবসায়ী তাহাসিনের ব্যবসায়ী অফিসে হামলা চালায়। তাহাশিন কে না পেয়ে অফিসে দেখা শোনার জন্য থাকা জুবাইর (২২) নামের ছেলে বাধা দিলে তাকে ব্যপক মারপিট করে। এতে তার ডান হাত জখম হয়।

এসময় হামলা কারিরা অফিস ভাংচুর চালায় ও জমি ক্রয় বিক্রয়ের সিন্ধুকে থাকা ২৪ লাখ ৭০ হাজার টাকা ও
জমির কিছু জরুরী কাগজ পত্র লুট করে নিয়ে যায়।

সেমি টাউন রিয়েলস্টেটের চেয়ারম্যান প্লট ব্যবসায়ী তাহাশিন সাংবাদিকদের জানান, মিয়াপুরে সাম্প্রতিক হামলাকারিদের ৩ জন ওয়ারিশের কাছে থেকে ৪২ কাঠা জমি ক্রয় করেছি। সেই জমি আমার দখলে আছে। কিন্তুু হামলাকারিরা সেই জমিতে থাকা আমার নির্মানকৃত ঘর ভাংচুর করে। তারা ওই জমি আমার দখল থেকে জোর পূর্বক জবর দখল নিতে চাই। এ বিষয়কে কেন্দ্র করেই তারা হামলা চালায় আমার অফিসে বলে দাবি করেন।

তিনি আরো জানান, অফিসের সিন্ধুকে জমি ক্রয়-বিক্রয়ের ২৪ লাখ ৭০ হাজার টাকা সিন্ধুক ভেঙ্গে নিয়ে যায়। এসময় আলমারিতে থাকা জমির জরুরী কাগজপত্র নিয়ে যায়। সেই সময় আমি ছিলাম না তাই বেচেঁ গেছি। তারা আমাকে হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা চালায় তারা।
এ বিষয় কালিয়াডাঙ্গা থানায় মামলার প্রস্তুুতি চলছে বলে জানান তিনি।

এ বিষয় কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। থানায় লিখিতো অভিযোগ পেলে হামলা কারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

 

 

 

 

 

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে