প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১৬ দশমিক ২২ শতাংশ

প্রকাশিত: আগস্ট ৬, ২০২২; সময়: ৪:৪৩ অপরাহ্ণ |
খবর > জাতীয় / লিড
প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১৬ দশমিক ২২ শতাংশ

পদ্মাটাইমস ডেস্ক : জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও গণপরিহনের খরচের সঙ্গে সমন্বয় করতে বাস ভাড়া বাড়ানো হতে পারে। এতে প্রতি কিলোমিটারে বাস ভাড়া সর্বোচ্চ ২৯ পয়সা আর লঞ্চে ৪২ পয়সা বাড়ানো হতে পারে।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভাড়া বাড়ার এ ধারণা দিয়েছে।

এতে জানানো হয়েছে, বর্তমানে দূরপাল্লার বাসে (৫২ আসনের) প্রতি কিলোমিটারে প্রত্যেক যাত্রীর ভাড়া ১ টাকা ৮০ পয়সা। ডিজেলে দাম লিটারপ্রতি ৩৪ টাকা বাড়ানোয় ২৯ পয়সা বেড়ে এই ভাড়া হবে ২ টাকা ৯ পয়সা মতো। এতে ভাড়া বাড়ছে প্রতি কিলোমিটারে ১৬ দশমিক ২২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, বর্তমানে সিটি এলাকায় (৫২ আসনের) বাসে প্রতি কিলোমিটারের প্রত্যেক যাত্রীর ভাড়া ২ টাকা ১৫ পয়সা। ২৯ পয়সা বেড়ে এই ভাড়া হবে ২ টাকা ৪৪ পয়সা। এতে ভাড়া বাড়ছে প্রতি কিলোমিটারে ১৩ দশমিক ১৬ শতাংশ।

এছাড়া লঞ্চে বর্তমানে প্রতি কিলোমিটারে প্রত্যেক যাত্রীর ভাড়া ২ টাকা ১৯ পয়সা। ৪২ পয়সা বেড়ে এই ভাড়া হবে ২ টাকা ৬১ পয়সা। সে হিসেবে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১৯ দশমিক ১৮ শতাংশ।

সড়ক পরিবহন মালিক সমিতি সূত্রে জানা গেছে, কিলোমিটারপ্রতি ঢাকায় ডিজেলচালিত বাসভাড়া সাড়ে ৩ টাকা করার প্রস্তাব করা হবে। বৈঠকে এই প্রস্তাবনা নিয়ে আলোচনা হবে।

এদিকে ভাড়া বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বরাবর আবেদন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বিকেল ৫টায় পরিবহনের ভাড়া সমন্বয়ে বৈঠকে বসবে বিআরটিএ-এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটি। বৈঠকে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে ভাড়া বাড়ানো হতে পারে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে