মধ্যরাতে কলস নিয়ে পেট্রোল কিনতে গিয়ে মারধরের শিকার যুবক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২২; সময়: ১০:৫৮ পূর্বাহ্ণ |
মধ্যরাতে কলস নিয়ে পেট্রোল কিনতে গিয়ে মারধরের শিকার যুবক

পদ্মাটাইমস ডেস্ক : ভোলা সদর উপজেলায় মধ্যরাতে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার খবর শুনে কলস নিয়ে পেট্রোল কিনতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক যুবক।

শুক্রবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ভোলা উপজেলার পরাণগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। মারধরের শিকার আবু তাহের বাপ্তা ইউনিয়নের সুন্দরখালী গ্রামের সোলেমান হোসেনের ২য় ছেলে।

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম জানান, মধ্যরাত থেকে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন তেলের দাম বাড়ার খবর জেলায় ছড়িয়ে পরে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির খবর পাওয়ার পর থেকে তেলের জন্য বিভিন্ন পরাণগঞ্জ বাজারের ফিলিং স্টেশনে ভিড় করতে থাকে মানুষ।

এসময় তাড়াহুড়ো করে কলস নিয়ে দোকানে পেট্রোল কিনতে যান আবু তাহের। এতে কয়েকজন যুবকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে মারধরের শিকার হন আবু তাহের। পরে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আজম জানান, ঘটনাটা তার জানা নেই। তারপরও ভুক্তভোগী অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে