শিবগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

প্রকাশিত: আগস্ট ৫, ২০২২; সময়: ৯:২১ অপরাহ্ণ |
শিবগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সার ও বীজ মনিটিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে শুক্রবার তার কার্যালয়ে অনুষ্ঠিত মনিটরিং সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন বগুড়া জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব আলমগীর হোসেন, ডিলার ওহিদুল আনোয়ার, কাওসার আলী, আজিজুল প্রমুখ।

মনিটরিং সভায় বক্তরা স্টক রেজিষ্টার মেইনটেইন, ক্যাশ ম্যামোতে গ্রাহকের নাম ও মোবাইল নম্বর থাকতে হবে।

প্রসঙ্গতঃ এই উপজেলায় ১৫ জন ডিলার রয়েছে। বর্তমানে ইউরিয়া সার এর দাম বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে ক্রেতাদের সুবিধার্থে নোটিশ টাঙ্গাতে হবে। এ উপজেলায় এ মাসে প্রায় ২৯ টন সার ডিলাররা তুলতে পারবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে