ওয়ানডেতে ৮০০০ রানের ক্লাবে তামিম

প্রকাশিত: আগস্ট ৫, ২০২২; সময়: ৪:০২ অপরাহ্ণ |
ওয়ানডেতে ৮০০০ রানের ক্লাবে তামিম

পদ্মাটাইমস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে টাইগার অধিনায়ক একের পর সফলতার দেখা পাচ্ছেন। বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ তো জেতাচ্ছেন সঙ্গে নিজের ব্যাটেও বয়ে যাচ্ছে রান বন্যা। ওয়ানডে ক্রিকেটে নিজের ক্যারিয়ারের ৮০০০ রান সম্পন্ন করেছেন তামিম ইকবাল। ওডিআইতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক অনন্য এই কীর্তি গড়তে ২২৯টি ম্যাচ খেলেছেন।

ওয়ানডে ক্রিকেটে ১৬তম ব্যাটার হিসেবে দ্রুততম ৮০০০রানের ক্লাবে বাংলাদেশ অধিনায়ক। হারারেতে এই রেকর্ড গড়ার পর ৬২ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।

দলীয় ১১৯ রানের তামিমের উইকেটের পতনের ফলে টাইগাররা প্রথম উইকেট হারায়। ওয়ানডে ক্রিকেটে সব চেয়ে কম ম্যাচ খেলে ৮০০০ রানের ক্লাবে পৌঁছান ভারতের বিরাত কোহলি। ১৭৫ ইনিংসে এই এলিট ক্লাবে নাম লেখান তিনি।

তামিমের এই ক্লাবে প্রবেশ করতে খেলতে হয়েছে ২২৯ ম্যাচ ও ২২৭টি ইনিংস। এই রেকর্ডের পাতায় পৌঁছাতে এ বাঁহাতি ওপেনার ১৪টি শতক হাঁকিয়েছেন। করেছেন ৫৪টি অর্ধশতক।

সর্বশেষ ওয়ানডে সিরিজে হয়েছেন সিরিজ সেরা। ব্যাট হাতে সময়টা দুর্দান্ত যাচ্ছে তামিমের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে তামিমের অর্ধশতক বড় সংগ্রহের ভীত গড়ে দিয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে