পুরোনো গ্রুপ সদস্যদের খুঁজতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

প্রকাশিত: আগস্ট ৫, ২০২২; সময়: ২:৩৮ অপরাহ্ণ |
পুরোনো গ্রুপ সদস্যদের খুঁজতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

পদ্মাটাইমস ডেস্ক : মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে একাধিক গ্রুপ তৈরি করা যায়। বর্তমানে হোয়াটসঅ্যাপের যেকোনো গ্রুপে ৫১২ জন সদস্য অ্যাড হতে পারেন। কিন্তু সময়ের সঙ্গে অনেক গ্রুপই অনিয়মিত হয়ে পড়ে, আবার অনেকে লেফটও হয়ে যান। কিন্তু হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে এমনটি আর হবে না।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ একটি নতুন বৈশিষ্ট্যর উপর কাজ করছে, যেখানে আপনি শেষ ৬০ দিনে কারা কারা গ্রুপ ছেড়ে গেছেন তাদের খুঁজে নিতে পারবেন। পুরো প্রক্রিয়াটি হোয়াটসঅ্যাপেই করা যাবে।

ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার রোল আউট করা শুরু করেছে। আপাতত আইওএস বিটা ভার্সনে এটি রোল আউট করা হচ্ছে। এই ফিচারের ফলে ৬০ দিন আগে পর্যন্ত কারা কারা গ্রুপ থেকে লেফট হয়েছে তা জানতে পারবেন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ ইনফো সেকশনে একটি নতুন অপশন যুক্ত করা হচ্ছে। এই অপশনটি প্রদর্শিত হবে গ্রুপ সদস্যদের নামের যে তালিকা রয়েছে তার ঠিক নিচে। এই তথ্য শুধু গ্রুপ অ্যাডমিনরাই নয়, প্রত্যেক সদস্যই দেখতে পাবেন কারা কারা গ্রুপ ছেড়ে গেছেন। এর জন্য আপনাকে এই ফিচারটি অ্যাক্টিভেট করতে হবে।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ সম্প্রতি আরও একটি ফিচার নিয়ে আসছে যেখানে গ্রুপ অ্যাডমিনদের বাড়তি ক্ষমতা প্রদান করা হবে। বর্তমানে অ্যাডমিনরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপ নতুন সদস্যদের অ্যাড করতে পারে এবং সরিয়ে দিতে পারেন। নতুন ফিচারের ফলে অ্যাডমিনরা এবার গ্রুপ সদস্যদের করা মেসেজ ডিলিটও করতে পারবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে