পাবনায় প্রতারণার ৯ মামলার আসামী ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ৪, ২০২২; সময়: ৭:০৩ অপরাহ্ণ |
পাবনায় প্রতারণার ৯ মামলার আসামী ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

এম এ আলিম রিপন, সুজানগর : অবশেষে আফজাল মিনহাজ সংগ্রাম (৫২) নামে ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাসুদ আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসডি) জিন্নাহ আল মামুনের নেতৃত্বে পাবনা ডিবি পুলিশ ও সুজানগর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে নাটোর জেলার লালপুর থানার ধুপইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। সে নাটোর জেলার বড়াইগ্রাম থানার চন্ডীপুর গ্রামের মো.এরশাদ আলী মন্ডলের ছেলে।

সুজানগর থানার ওসি আব্দুল হাননান জানান, গ্রেপ্তারকৃতর কাছ থেকে একটি ডিবি পাবনা লেখা জ্যাকেট, এক জোড়া হ্যান্ডক্যাপ, একটি আরটিআর মোটরসাইকেল, পুলিশের আইডি কার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে এর আগে টাঙ্গাইল, নরসিংদী, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় পুলিশ, ডিবি, র‌্যাব পরিচয়ে প্রতারণার ৯টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত রবিবার পাবনার সুজানগরের বিল্লাল হোসেন নামে এক কসাইয়ের কাছ থেকে ডিবি পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ২৫ কেজি খাসির মাংস নিয়ে উধাও হন ওই প্রতারক। পরে প্রতারণার শিকার কসাই বিল্লাল হোসেন এ ঘটনা থানা পুলিশকে অবগত করলে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী প্রতারককে খুঁজে বের করতে মাঠে নামে পুলিশের বিভিন্ন ইউনিট। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঘটনার ৪ দিনের মধ্যে ভুয়া ডিবি পুলিশ আফজাল মিনহাজ সংগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে