রাজশাহীতে বাইতুল আমিন জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: আগস্ট ৪, ২০২২; সময়: ৪:৩১ অপরাহ্ণ |
রাজশাহীতে বাইতুল আমিন জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর হড়গ্রাম মুন্সিপাড়ায় বাইতুল আমিন জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বাদ যোহর এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

দৃষ্টিনন্দিত আধুনিক এই মসজিদটির ভিস্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু।

এসময় উপস্থিত ছিলেন, মসজিদের সভাপতি ডা. সানাউল্লাহ, উম্মুল কুরা আল জামিয়াতুল বিলালিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ ক্বারী মাও. বেলাল উদ্দিন, অত্র মসজিদ মাদ্রাসা এবং পাঠাগার কমিটির সকল সদস্যবৃন্দ, মাদ্রাসা-মসজিদের ইমাম ও খতিব।

মসজিদ নির্মাণ উদ্যোগের বিষয়ে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু বলেন, যে হারে জনসংখ্যা বাড়ছে এই মসজিদটি নির্মাণের ফলে মুসল্লিরা অনেক উপকৃত হবেন। এছাড়াও আমার নিজের একটি দীর্ঘদিনের স্বপ্ন ছিলো একটি মসজিদ তৈরী করা। আল্লাহর রহমতে সেই স্বপ্নের বাস্তবায়নের কাজ শুরু হলো। এটি শুধু আমার একার স্বপ্ন নয় পারিবারিকভাবেও বটে।

তিনি আরও বলেন, মসজিদটিতে একসঙ্গে ৭০০ জন মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হচ্ছে। তিনি সবার দোয়া চেয়ে বলেন, যেন সফলভাবে কাজ শেষ হয়। এছাড়াও এই মসজিদের পাশে এতটি চারতলা মাদ্রাসা ও তার সাথেই একটি পাঠাগার তৈরী এবং একইসাথে নারীদের নামাজ পড়ার ব্যবস্থাসহ একটি আধুনিক মসজিদ তৈরীর পরিকল্পনার কথাও জানান তিনি।

এই মসজিদ তৈরী পরিকল্পনার বিষয়ে স্থানীয়রা জানান, করোনাকালীন সময়ে বিশেষ করে তারাবির নামাজের সময় অসুবিধা হচ্ছিলো। সেই সময় আজিজুল আলম বেন্টুসহ সকল ভাইমিলে বসে বিষয়টি পরিকল্পনা করে। সেই সময় তাদের গাড়ীর গ্যারেজই নামাজ পড়া শুরু করা হয়। আজিজুল আলম বেন্টুর বাবা ও চাচাদেরও স্বপ্ন ছিলো মসজিদ তৈরী করার। তারা মারা গেছেন। তবে তাদের উত্তরসূরি হিসেবে তাদের স্নপ্ন পূরণ করতে যাচ্ছেন। এজন্য আজিজুল আলম বেন্টুর পরিবার সকলের কাছে দোয়া কামনা করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে