‘কোয়ি মিল গ্যায়া’ অভিনেতা মিথিলেশ চতুর্বেদী মারা গেছেন

প্রকাশিত: আগস্ট ৪, ২০২২; সময়: ১:২২ অপরাহ্ণ |
খবর > বিনোদন
‘কোয়ি মিল গ্যায়া’ অভিনেতা মিথিলেশ চতুর্বেদী মারা গেছেন

পদ্মাটাইমস ডেস্ক : মারা গেছেন বলিউডের স্বনামধন্য চলচ্চিত্র অভিনেতা মিথিলেশ চতুর্বেদী। জানা গেছে, প্রবীণ অভিনেতা বুধবার সন্ধ্যায় লখনউতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

বৃহস্পতিবার বর্ষীয়ান অভিনেতার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তার জামাই আশিস চতুর্বেদী। পরিবার সূত্রের খবর, কিছুদিন আগে প্রথম হার্ট অ্যাটাক হয় মিথিলেশের।

সেসময় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তারপর চিকিৎসকদের পরামর্শ মতোই তিনি লখনউতে নিজের বাড়িতে বিশ্রামে ছিলেন। সেখানেই তার চিকিৎসা চলছিল। কিন্তু বুধবার ফের হৃদরোগে আক্রান্ত হন তিনি। এবারে আর তাকে বাঁচানো যায়নি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল, ৬৮ বছর। বলিউডে তার সফর শুরু হয়, ১৯৯২ সাল থেকে। বলিউডের অনেক চলচ্চিত্রেই তিনি অভিনয় করেছেন। সঙ্গে বড় বড় অভিনেতাদের সঙ্গেও তার পার্শ্ব চরিত্রে অভিনয় করে নজর কাড়েন তিনি।

এদিন মিথিলেশের জামাতা আশিস চতুর্বেদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার শ্বশুর মশাইয়ের মৃত্যুর খবরটি জানিয়েছেন। তাতেই এই খবরটি সবার নজরে পড়ে। তিনি বছরের পর বছর ধরে শ্বশুর মশাইয়ের সঙ্গে কাটানো কিছু খুশির ছবি শেয়ার করে, একটি নোট লিখেছিলেন, যেখানে লেখা ছিল, আপনি বিশ্বের সেরা বাবা ছিলেন।

মিথিলেশ চতুর্বেদী কয়েক দশক ধরেই বলিউডের বেশ কিছু সুপারহিট ছবিতে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে, সালমান খানের সঙ্গে রেডি, হৃতিক রোশনের সঙ্গে ‘কোয়ি মিল গায়া’, সানি দেওলের সঙ্গে ‘গদর এক প্রেম কথা’, ‘সত্য’, ‘বান্টি অউর বাবলি’, ‘কৃষ’, ‘তাল’, ‘রেডি’, ‘অশোকা’ এবং ‘ফিজা’ প্রমুখ। এছাড়াও অভিনেতা মানিনি দে-র সঙ্গে ‘তাল্লি জোড্ডি’ শিরোনামের একটি ওয়েব সিরিজেও কাজ করেছিলেন।

তাকে শেষ দেখা যাবে, অমিতাভ বচ্চন এবং আয়ূষ্মান খুরানার সঙ্গে ‘গুলাবো সিতাবু’ তে। যেখানে, তিনি স্ক্রিন শেয়ার করেছেন, অমিতাভ বচ্চন এবং আয়ূষ্মান খুরানার সঙ্গে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে