হোয়াটসঅ্যাপে গ্রুপ অ্যাডমিনদের ক্ষমতা বাড়ছে

প্রকাশিত: আগস্ট ৪, ২০২২; সময়: ১:১২ অপরাহ্ণ |
হোয়াটসঅ্যাপে গ্রুপ অ্যাডমিনদের ক্ষমতা বাড়ছে

পদ্মাটাইমস ডেস্ক : গ্রুপ অ্যাডমিনদের ক্ষমতা আরো বাড়াতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। যেহেতু একটি গ্রুপ চালাতে অনেক ধরনের সমস্যার মুখে পড়তে হয়। গ্রুপের নিয়ন্ত্রণ যেন শুধু অ্যাডমিনদের হাতে থাকে এবং সব ঝামেলা তারা মেটাতে পারেন সেজন্যই এই নতুন ফিচার।

গ্রাহকের মন জয় করতে একের পর এক ফিচার আপডেট করেই চলেছে মেটার মালিকানাধীন সাইটটি। ফিচার আপডেটের অন্যতম লক্ষ্য হচ্ছে ব্যবহারকারীর সুরক্ষা এবং গোপনীয়তা রক্ষা করা।

সম্প্রতি এই মেসেজিং অ্যাপে যোগ হয়েছে আরো একটি নতুন ফিচার, যার সুফল পাবেন গ্রুপ অ্যাডমিনরা। এর সাহায্যে গ্রুপ অ্যাডমিনরা চাইলেই তাদের গ্রুপের যে কোনো মেসেজ ডিলিট করে ফেলতে পারবেন। ডিলিট হওয়া সে মেসেজ আর কোনো সদস্যই দেখতে পাবেন না।

এই ফিচার অ্যাডমিনের হাতে আরো বেশি ক্ষমতা তুলে দিতে চাইছে, যাতে তারা আরো সুন্দরভাবে ও গুছিয়ে গ্রুপ পরিচালনা করতে পারেন। আগে গ্রুপে ভুল করে দেওয়া কোনো মেসেজ ডিলেট করতে চাইলে তা করতে পারতেন যিনি তা পাঠিয়েছেন। সেই খবর জেনেও যেতেন অন্য সদস্যরা। তবে এখন কেউ জানতেই পারবেন না অ্যাডমিন কোন মেসেজ ডিলিট করেছেন।

বিশ্বের সব দেশের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা পাবেন এই বিশেষ ফিচারের সুবিধা। এরই মধ্যে বিটা ভার্সনে এরই মধ্যে পরীক্ষামূলক চালু হয়েছে এ সুবিধা। তবে কবে থেকে সবাই এটি ব্যবহার করতে পারবেন সেই দিন-তারিখের ঘোষণা দেয়নি জনপ্রিয় মেসেজিং সাইট হোয়াটসঅ্যাপ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে