শসা দিয়ে ঘরে বসেই ঝলমলে চুল

প্রকাশিত: আগস্ট ৪, ২০২২; সময়: ১২:৪৩ অপরাহ্ণ |
শসা দিয়ে ঘরে বসেই ঝলমলে চুল

পদ্মাটাইমস ডেস্ক : প্রত্যেকেই চুলের প্রশংসা পেতে ভালোবাসেন। তবে সবার কিন্তু রেশমের মত চুল হয় না। চুল ছোট হোক আর বড় হোক, ঝলমলেভাব সবার নজর টানে। এই ঝলমলেভাব আপনার চুলেও চাইলেই আনতে পারেন!

আমরা সবাই জানি, শসা স্বাস্থ্যের জন্যে খুবই উপকারী। সালাদ হিসেবে আমরা প্রত্যেকেই শসা খেয়ে থাকি। এই শসা যদি আপনার ডায়েট থাকে তাহলে তার প্রভাব আপনার চুলে ও ত্বকে অবশ্য়ই পড়বে। দূষণ ও রোদের কারণে আপনার চুলের ঝলমলেভাব যদি একদম ফিকে হয়ে থাকে তাহলে কয়েক টুকরো শসা আপনার চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে।

কারণ শসায় রয়েছে ভিটামিন-এ, ফলিক অ্যাসিড এবং ভিটামিন-সি। যা চুলে পুষ্টি জোগান দেয়। এটি চুলে নতুন জীবন দেয়। চুলের আর্দ্রতাও ধরে রাখে। তাই আপনার চুল নরম থাকে।

কীভাবে ব্যবহার করবেন জানুন…

> প্রথমে একটি শসা নিন। তা কুচি করে এর থেকে রস বের করে নিন। এতে অ্যালোভেরা জেল, লেবুর রস এবং আপেল সাইডার ভিনিগার যোগ করুন। সবকিছু ভালোভাবে মিশিয়ে চুলে লাগান। চুলের গোড়ায় লাগিয়ে হালকা হাতে মাসাজ করে এক ঘণ্টা রেখে দিন। এরপর সাধারণ পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুবার লাগালেই ফল পাবেন।

> এদিকে আপনার স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখতে শসার রস খুবই কার্যকরী। সে জন্য় আপনি ব্যবহার করতে পারেন শসার রস ও কয়েক ফোঁটা নারকেল তেল। তাহলে চুল আর শুষ্ক হবে না। এছাড়া যাদের স্ক্যাল্পে কোনও সমস্যা নেই, চুলের অবস্থা ভালো কজরতে তারা শসা ব্যবহার করতেই পারেন।

তবে সবাই চুলে শসা ব্যবহার করতে পারেবেন না। বিশেষ করে যাদের চুলে কোনও চিকিৎসা চলছে বা মাথায় বিশেষ ধরনের ওষুধ ব্যবহার করছেন, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনওভাবেই এই শসার রস ব্যবহার করবেন না। এছাড়াও যদি আপনি এর মধ্য়েই স্পা বা কেরাটিন ট্রিটমেন্ট করিয়ে থাকেন, তবে শসার রস ব্যবহার করবেন না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে