মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ৪, ২০২২; সময়: ১০:২৮ পূর্বাহ্ণ |
মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরো ৪ জন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (৩ আগস্ট) উপজেলার হাট চকগৌরী এলাকার খোড়াতলীর মোড়ে। এ দূর্ঘটনায় নিহতরা হলেন, মান্দার কুলিহার গ্রামের মোঃ খোকার স্ত্রী আবেদা বেগম (৬০) ও তার মেয়ে মোঃ জনাব আলীর স্ত্রী বেবী আক্তার (৩৫)। আহতরা হলেন রফিকুল ইসলাম (২২) দুলালী খাতুন (৩০), খাতিজা আক্তার (২০) ও আল আমিন (৫)।

এদের মধ্যে রফিকুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) প্রেরণ করেন।

নিহতদের স্বজনের বরাত দিয়ে পুলিশ জানান, বুধবার দুপুরে বগুড়ার আদমদিঘী থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসার সময় পথিমেধ্যে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাট চকগৌরী বাজারের খোড়াতলীর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মিনি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে তাদের চার্জারটি উল্টে যায়।

এতে করে চার্জারের যাত্রীরা রাস্তার উপর ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবেদা বেগমকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মেয়ে বেবী আক্তার ও মৃত্যু বরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে