সিরাজগঞ্জে কারখানায় অভিযানে ২৪ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারী জাল জব্দ

প্রকাশিত: আগস্ট ৩, ২০২২; সময়: ৯:২৫ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে কারখানায় অভিযানে ২৪ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারী জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুলে ইবিটেক্স ইন্টারন্যাশনাল কারখানায় অভিযানে ২৪ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। উল্লাপাড়া উপজেলা মৎস্য অফিস বুধবার (৩আগষ্ট) দিনভর এ অভিযান পরিচালনা করে।

উল্লাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বায়েজিদ আলম জানান, গোপনীয়তা অবলম্বন করে ঐ কারখানায় অবৈধ ভাবে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল তৈরী করে বাজারজাত করা হচ্ছিল। বিষয়টি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। তখন কারখানার শ্রমিক কর্মচারীরা পালিয়ে যায়।

তবে অভিযানে উদ্ধারকৃত ৩ শতাধিক জাল পোড়ানোর জন্য উল্লাপাড়া উপজেলায় এবং বাকী ৩ শতাধিক অবৈধ চায়না দুয়ারী জাল সলঙ্গা থানা হেফাজতে পাঠানো হয়।

উল্লেখ্য, ইবিটেক্স ইন্টারন্যাশনাল (অবৈধ চায়না দুয়ারী জাল তৈরীর কারখানায়) এর আগেও ৫০ লক্ষ টাকার জাল জব্দ করে সলঙ্গা থানা হেফাজতে রেখেছে র‍্যাব। ওই ঘটনায় জব্দকৃত মালামাল ফেরত চেয়ে, ইবিটেক্স ইন্টার ন্যাশনাল এর মালিক বিধান চন্দ্র হালদার হাইকোর্টে রিট করে। হাইকোর্ট মামলাটি এখনও চলমান রয়েছে। কোর্ট মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত চায়না দুয়ারী জাল উৎপাদন বন্ধের নির্দেশ দিলেও তা উপেক্ষা করে কারখানায় অবৈধ চায়না দুয়ারী জাল উৎপাদন করছিলো।

অভিযান শেষে উল্লাপাড়া সিনিয়ার মৎস্য কর্মকর্তা মো; বায়েজিদ আলম বলেন-সিংক সিনিয়ার মৎস্য কর্মকর্তা বায়েজিদ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে