রাবিতে পারফমেন্স আর্ট পরিবেশন

প্রকাশিত: আগস্ট ৩, ২০২২; সময়: ৯:১৯ অপরাহ্ণ |
রাবিতে পারফমেন্স আর্ট পরিবেশন

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে পারফমেন্স আর্ট। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের ২য় সেমিষ্টারের ১৭ শিক্ষার্থী ও শিক্ষক এই পরিবেশন শিল্পে অংশ নেয়।
এসময় শিক্ষার্থীদের শরীরে ছিল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের নাম লেখা কাগজের তৈরী দৃষ্টিনন্দন পোশাক। হাতে মুখে ছিল স্বচ্ছ সাদা কাপড়।

বেলা এগারটায় শিক্ষার্থীরা বিভাগ থেকে বের হয়ে প্রথমে যান বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবি চত্বরে। এরপর যান ড. জোহার মাজার। সেখান থেকে সাবাশ বাংলাদেশ।শেষে ক্যাম্পাসের শহীদ মিনারে। এসব স্থানে যেয়ে শিক্ষার্থীরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানান ও শ্রদ্ধাভরে স্মরণ করেন।

শিক্ষকরা জানিয়েছেন, বিশেষ পোষাকের মাধ্যমে তুলে ধরা হয়েছে বিশ্ববিদ্যালয়ে প্রতিটি বিভাগের পঠন-পাঠনকে।এবং স্বচ্ছ সাদা কাপড়ের মাধ্যমে বোঝানো হয়েছে অপসাংস্কৃতি থেকে দুরে থেকে শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত পাঠ, পাঠদান ও নিজ দেশীয় সংস্কৃতি।

বিভাগ থেকে জানানো হয়েছে, এটি একাডেমিক পরীক্ষার অংশ।১৭ জন শিক্ষার্থী ১৭টি পারফমেন্স তুলে ধরবেন করবেন।বাকী পারফমেন্স আগামীকাল থেকে শুরু বিশ্ববিদ্যালয়ের নাট্য কলা বিভাগের ল্যাবে চলবে ৭ আগষ্ট পর্যন্ত।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে