কচুয়ায় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: আগস্ট ৩, ২০২২; সময়: ৭:৫১ অপরাহ্ণ |
কচুয়ায় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় গত সোমবার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে কচুয়া বিশ্বরোড এলাকায় ভাংচুর, ধাওয়া পাল্টা-ধাওয়া,হামলা,সংঘর্ষ ও ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে হামলা,ভাংচুরের ঘটনায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার বাদী হয়ে কচুয়া থানায় এ মামলাটি দায়ের করেন। যার নং-০২, তারিখ: ০২.০৮.২০২২ইং।

মামলায় পৌর যুবলীগ নেতা গাজী ফারুক,উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সোহাগ উদ্দিনসহ ২২জনকে এজহার নামীয় ও অজ্ঞাত ১০-১২জন বিবাদী করা হয়। এ ঘটনায় বুধবার চাঁদপুরের কচুয়া আমলী আদালতে বিবাদীগন স্বেচ্ছায় হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক নাজমুল হাসান চৌধুরী তাদের জামিন মঞ্জুর করেন।

বিবাদী পক্ষের আইনজীবী অ্যাড. হেলাল উদ্দিন বিজ্ঞ আদালত বিবাদীদের জামিন মঞ্জুর করায় সন্তুষ্টি প্রকাশ করে বলেন, মামলায় প্রকৃত দোষীদের বিবাদী করা উচিত ছিল। ঘটনার পর ভিডিও চিত্রে দেখা যায়, যারা ঘটনাস্থলে ছিল না তাদেরকেও বিবাদী করা হয়েছে।

তিনি আরো জানান, বাদী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে তার একই কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সোহাগ উদ্দিন,যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসানসহ সহযোগি সংগঠনের বেশকিছু নেতাকর্মীদের বিবাদী করে মামলা দায়ের করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে