পবায় জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

প্রকাশিত: আগস্ট ৩, ২০২২; সময়: ৭:৩০ অপরাহ্ণ |
পবায় জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

নিজস্ব প্রতিবেদক : পবায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট সকল শহীদদের স্মরণে ও জাতীয় শোক দিবসের কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবার্ষিকী ও ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসুচি গৃহিত হয়।

প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। সভায় অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম।

উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, পল্লী উন্নয়ন অফিসার শামসুন্নাহার, পবা থানা আরএমপি অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ, আনসার ভিডিপি কর্মকর্তা আকরাম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার এমএনএম জহুরুল ইসলাম, সমবায় অফিসার সুলতানুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা শাহনাজ পারভীন, পরিসংখ্যান অফিসার গোলাম ফারুক, সহকারী শিক্ষা অফিসার রোজী খন্দকার, ইউডিএফ জাকিয়া সুলতানা, হুজুরীপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়াও ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবার্ষিকী ও ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী উদযাপন এবং আগামী ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জাতীয় শোক দিবসের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে