মহাদেবপুরে অস্বাস্থ্যকর মিষ্টি তৈরি করায় ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: আগস্ট ৩, ২০২২; সময়: ৪:৪৮ অপরাহ্ণ |
মহাদেবপুরে অস্বাস্থ্যকর মিষ্টি তৈরি করায় ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর: নওগাঁর মহাদেবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং খাবারে পঁচা আলু ব্যবহারের অপরাধে হোটেল মালিকের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ বুধবার দুপুরে উপজেলার নওহাটা মোড়ের বলিহার মিষ্টান্ন ভান্ডার ও হোটেলে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং খাবারে পঁচা আলু ব্যবহারের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বলিহার মিষ্টান্ন ভান্ডার ও হোটেলের ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে