রসুনের খোসা ছাড়ানোর সবচেয়ে সহজ উপায়

প্রকাশিত: আগস্ট ৩, ২০২২; সময়: ৪:৪৭ অপরাহ্ণ |
রসুনের খোসা ছাড়ানোর সবচেয়ে সহজ উপায়

পদ্মাটাইমস ডেস্ক : রসুনের খোসা ছাড়ানো অনেকের কাছেই কঠিন একটি কাজ। অথচ রান্নায় রসুনের ব্যবহার করতে হয় প্রতিদিন। সহজ কিছু উপায় জেনে রসুনের খোসা ছাড়ানোর মতো কঠিন কাজটি সহজ করে ফেলতে পারেন।

১. ওভেনে ২০ থেকে ৩০ সেকেন্ড রসুন গরম করে হাত দিয়ে ঘষে খোসা ছাড়িয়ে ফেলুন।

২. বোতল বা বয়ামের মধ্যে রসুন নিন। এবার বোতলের মুখ আটকে নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। দেখবেন রসুনের খোসাগুলো আলগা হয়ে যাবে। তারপর হাত দিয়ে ঘষলেই পরিষ্কার হয়ে যাবে।

৩. একটি কড়াইয়ের মধ্যে রসুন কিছুক্ষণ ভেজে গরম থাকা অবস্থায় হাত দিয়ে ঘষে খোসা ছাড়িয়ে ফেলা যায়।

৪. বড় ছুরির নিচে রসুন রেখে হাত দিয়ে চাপ দিন। এতে রসুন থেঁতলে যাবে এবং খোসাও আলগা হয়ে গেছে। এরপর হাত দিয়ে টান দিলেই খোসা উঠে আসবে।

৫. রসুন পানির মধ্যে এক ঘণ্টা ভিজিয়ে রেখে সহজে খোসা ছাড়িয়ে নিতে পারবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে