বাগমারায় কীটনাশক পানে যুবকের আত্মহননের চেষ্টা

প্রকাশিত: আগস্ট ৩, ২০২২; সময়: ২:৪৮ অপরাহ্ণ |
বাগমারায় কীটনাশক পানে যুবকের আত্মহননের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : ভালোবেসে বিয়ে। বিয়ের পর থেকেই ছেলে মেয়ের পরিবারে অশান্তি। এক পর্যায়ে মেয়ের পরিবার মেনে নিলেও ছেলের পরিবার সে ভাবে গ্রহণ করেননি। এরই মধ্যে প্রায় তিন বছর অতিবাহিত হয়েছে তাদের দাম্পত্য জীবনের। ভালোবেসে বিয়ে করলেও সে ভালোবাসা আজ মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে ছেলের জীবনে।

এদিকে স্ত্রী বাড়িতে না আসায় বুধবার সকালে ঘাসমারা কীটনাশক পান করে শরিফুল ইসলাম (২৪)। বিষক্রিয়ায় ছটফট করতে লাগলে বুঝতে পারে পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে প্রাথমিক ভাবে শরিফুল ইসলামের পেট থেকে বিষ বের করার চেষ্টা করা হয়। দীর্ঘ সময় পেট ওয়াস করে কীটনাশক বের করা হয়। এরপর শরিফুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।

পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এমন ঘটনা ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলার কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের মোহনপুর গ্রামে। রোগীর সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা লোকজন জানান, শরিফুল ইসলাম ভালোবেসে একই গ্রামের জনৈকের মেয়েকে বিয়ে করে। বিয়ের পর থেকে পরিবারে অশান্তি বিরাজ করছিল। দীর্ঘ দিন থেকে শরিফুল ইসলামের স্ত্রী বাবার বাড়িতে রয়েছেন। বাবার বাড়ি থেকে আনার অনেক চেষ্টায় করেছে ছেলে। ভালোবেসে বিয়ে করেছে বলে সেই স্ত্রীকেই চাই তার। সর্বশেষ স্ত্রী বাড়িতে না আসায় কীটনাশক পান করে আত্মহত্যার সিদ্ধান্ত গ্রহণ করে শরিফুল ইসলাম।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তব্যরত চিকিৎসক ডাঃ রেহেনা খাতুন বলেন, কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে শরিফুল ইসলাম। সকালে তার পরিবারের লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দ্রুত সময়ে ওয়াসের মাধ্যমে কীটনাশক বের করা হয়। পরে তার শরীরিক অবস্থার অবনতি দেখা দিলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে