অস্কার-ক্রুসিয়ানিকে নিষিদ্ধ করলো বাফুফে

প্রকাশিত: আগস্ট ৩, ২০২২; সময়: ১২:০৯ অপরাহ্ণ |
খবর > খেলা
অস্কার-ক্রুসিয়ানিকে নিষিদ্ধ করলো বাফুফে

পদ্মাটাইমস ডেস্ক : প্রিমিয়ার ফুটবল লিগে নিয়ম বহির্ভূত আচরণ লঙ্ঘনের দায়ে ঘরোয়া ফুটবলের দুই শীর্ষ বিদেশি কোচ বসুন্ধরার অস্কার ব্রুজন ও সাইফ স্পোর্টিংয়ের আন্দ্রেস ক্রুসিয়ানিকে নিষেধাজ্ঞা দিয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। সঙ্গে তাদের আর্থিক জরিমানাও করা হয়।

সম্প্রতি প্রিমিয়ার ফুটবল লিগে তাদের বিভন্ন কর্মকাণ্ডের উপর তদন্ত করে ফেডারেশন প্রমাণের ভিত্তিতে বাফুফে তাদের এই আর্থিক জরিমানা ও ম্যাচ নিষেধাজ্ঞা দিয়েছে।

উত্তর বারিধারা ও সাইফ স্পোর্টিংয়ের ম্যাচে সাইফের কোচ ক্রুসিয়ানি একপর্যায়ে সহকারী রেফারির উপর চড়াও হন। জাতীয় দলের সাবেক এই কোচকে বাফুফে এক লাখ টাকা জরিমানা ও আগামী ৬ মাস বাফুফে আয়োজিত সকল টুর্নামেন্ট থেকে নিষেধাজ্ঞা দিয়েছে।

ক্রুসিয়ানির পাশাপাশি সেই ম্যাচে রেফারিদের উপর চড়াও হয়েছিলেন বারিধারার কর্মকর্তারাও। উত্তর বারিধারার সহকারী ম্যানেজার জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার ও এক বছর নিষেধাজ্ঞা, ম্যানেজার নূর হোসেন ও ফুটবলার সুজন বিশ্বাসকে ২৫ হাজার টাকার পাশাপাশি ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়। এর সঙ্গে ঐ ক্লাবকেও এক লাখ টাকা জরিমানা গুনতে হবে।

এদিকে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজনকেও এক লাখ টাকা জরিমানা ও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়।

হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত হওয়ার পর মিডিয়ায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অস্কার ব্রুজন ‘সব আবাহনীর পক্ষে ছিল’ বলে মন্তব্য করেন।

বাফুফের ডিসিপ্লিনারি কমিটি বিষয়টি আমলে নিয়ে তাকে শোকজ করে। শোকজের জবাবে অস্কার বিয়ষটি অস্বীকার করলে ফেডারেশন প্রমাণের ভিত্তিতে অস্কারকে আর্থিক এই জরিমানা ও ম্যাচ নিষেধাজ্ঞা দেয়। পাশাপাশি সতর্কও করে দিয়েছে।

অপর দিকে মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচে চট্টগ্রামের কোচ মারুফুল হক সহ অন্য কর্মকর্তারা রেফারির দিকে তেড়ে যাওয়ায় ক্লাবটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়েছে বাফুফে।

এছাড়া শেখ রাসেলের বিপক্ষে ম্যাচে রেফারির সিদ্ধান্তকে আমলে না নেওয়ায় মুক্তিযোদ্ধা সংসদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে