সুপ্রিম কোর্ট প্রশাসনে ৯ জনকে রদবদল

প্রকাশিত: আগস্ট ৩, ২০২২; সময়: ১১:৩১ পূর্বাহ্ণ |
সুপ্রিম কোর্ট প্রশাসনে ৯ জনকে রদবদল

পদ্মাটাইমস ডেস্ক : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত ৯ জন বিচারপতিকে ব্যক্তিগত কর্মকর্তা দেওয়া হয়েছে।

নিয়োগ পেয়েছেন যারা— তাইয়্যেবা বিনকে ওয়াদুদ, মো. জুয়েল ইসলাম, তানজিলা বানু, মো. আশিকুর রহমান, জাহিদুল ইসলাম, রীমা রানী দাশ, সবুজ আকন্দ, ইসমাইল হোসেন ও জসিম উদ্দিন।

নিয়োগপ্রাপ্তরা ইতোপূর্বে সুপ্রিম কোর্ট প্রশাসনে কর্মরত ছিলেন। তাদের সবাইকে প্রশাসনিক শাখায় সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে সুপ্রিম কোর্ট।

বুধবার (৩ আগস্ট) প্রজ্ঞাপনটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে রোববার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নবনিযুক্ত বিচারপতিদের শপথবাক্য পাঠ করান।

এদিন দুপুরে তাদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। এরপর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন— জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী, কুমিল্লার জেলা ও দায়রা জজ আতাবুল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম, অ্যাডভোকেট আলী রেজা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বজলুর রহমান, ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, টাঙ্গাইলের জেলা ও দায়রা ফাহমিদা কাদের, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির-উল্লাহ, অ্যাডভোকেট এস এম মাসুদ হোসেন দোলন এবং এ কে এম রবিউল হাসান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথ গ্রহণের তারিখ হতে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ শপথ গ্রহণের দিন থেকে কার্যকর হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে