বড়াইগ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

প্রকাশিত: আগস্ট ২, ২০২২; সময়: ৬:৩৯ অপরাহ্ণ |
বড়াইগ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছেন এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী। উপজেলার নগর ইউনিয়নের দোগাছী গ্রামের ওই ছাত্রী মেরিগাছা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম ফিলাপ করেছেন। মঙ্গলবার বিকেলে মুচলেকা নিয়ে ওই বিয়ে বন্ধ করে উপজেলা প্রশাসন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন বলেন, ইউএনও মাধ্যম খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান ও গ্রাম পুলিশ সাথে নিয়ে কণের বাড়ি দোগাছীতে হারিজ হই।

কনের কাগজপত্র যাচাই করে দেখা যায় বয়স ১৮ বছর পূর্ণ হয়নি। পরে বাল্যবিয়ের কুফল সম্পর্কে কনের বাবাকে বুঝালে তিনি বিয়ে বন্ধ করেন। একই সাথে ১৮ বছর পূর্ণ হওয়ার পর বিয়ে দিবেন মর্মে লিখিত মুচলেকা দেন। বিষয়টি নজরে রাখতে স্থাণীয় ইউপি সদস্য এবং গ্রাম পুলিশকে দায়িত্ব দেওয়া হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে