শিবগঞ্জে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
প্রকাশিত: আগস্ট ২, ২০২২; সময়: ৪:৫৩ pm |
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : বগুড়ার শিবগঞ্জে অভিমানে স্কুল শিক্ষার্থী রোকসানা খাতুন(১৪) আত্মহত্যা করেছে। সে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের চকবাহাগুলপুর গ্রামের জিল্লুর রহমানের মেয়ে এবং দাড়িদহ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শিক্ষার্থী।
গত সোমবার রাতে রোকসানা তার শয়ন ঘরে সবার অগোচরে গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রেম ঘটিত অথবা মায়ের উপর অভিমানে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি ইনচার্জ দীপক কুমার দাস বলেন, স্কুল শিক্ষার্থী রোকসানার মৃত্যু রহস্যজনক হওয়ায় তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জেনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।