বঙ্গবন্ধুকে নিয়ে একদিনে একশ গান, গিনেস বুকে নাম ওঠানোর আবেদন

প্রকাশিত: আগস্ট ২, ২০২২; সময়: ১০:৪৭ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
বঙ্গবন্ধুকে নিয়ে একদিনে একশ গান, গিনেস বুকে নাম ওঠানোর আবেদন

পদ্মাটাইমস ডেস্ক : নব্বই দশকের শেষের দিকে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী হন লিসা কালাম। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম। বাবার তত্ত্বাবধানেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি একশ গানে কণ্ঠ দিয়েছেন লিসা।

জাতির জনককে নিয়ে একক শিল্পী হিসেবে আর কোনো শিল্পীর একশ গান নেই, দাবি করেছেন লিসা। তাই গিনেস বুক অব ওয়ার্ল্ড-এ নিজের নাম ওঠানোর জন্য আবেদনও করেছেন।

লিসা বলেন, ‘৩২ বছর ধরে আমি গানের সঙ্গে জড়িত। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল মহান এই নেতাকে নিয়ে গান করার। ধীরে ধীরে কখন যে এক শ গান জমা হয়ে গেল বুঝতে পারিনি। গতকাল সোমবার (১ আগস্ট) শোকাবহ আগস্টের প্রথম প্রহরেই গানগুলো প্রকাশ করেছি আমার ইউটিউব চ্যানেলে।’

গানগুলো লিখেছেন আবদুল গাফ্ফার চৌধুরী, আবদুল লতিফ, আশরাফুল আলম, গাজী মাজহারুল আনোয়ার, রাহান খান, কবি আবু জাফর সিদ্দিকী, ফজলুল হক খান, হাসান মতিউর রহমানসহ ২১ জন গীতিকবি। সুর করেছেন দেবু ভট্টাচার্য, আবদুল লতিফ, শেখ মহিতুল, শেখ সাদী খানসহ ২০ জন সুরকার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে