মেডিকেলে শিক্ষার্থীর ওপর হামলা, আটক ২

প্রকাশিত: আগস্ট ২, ২০২২; সময়: ১০:৪১ পূর্বাহ্ণ |
মেডিকেলে শিক্ষার্থীর ওপর হামলা, আটক ২

পদ্মাটাইমস ডেস্ক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে খারাপ আচরণ ও তিন শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, যারা দোষী তাদের ইতোমধ্যেই আমরা শনাক্ত করেছি। তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। হামলায় আহত শিক্ষার্থী রুদ্র নাথ, নাইমুর রহমান ঈমন হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

এসএমপির উপকমিশনার জানান, হাসপাতালের পরিচালক ও কলেজের অধ্যক্ষের কাছে শিক্ষার্থীরা তাদের ৫ দফা দাবি উপস্থাপন করেন। দাবি পূরণে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলে জানান তারা।

আটককৃতরা হলেন- নগরের মুন্সিপাড়ার মৃত রানা আহমদের ছেলে মাহিদ হাসান রাব্বী (২৭) ও কাজলশাহ এলাকার আবদুল হান্নানের ছেলে এহসান আহমদ (২২)।

এর আগে সোমবার (১ আগস্ট) রাত ৯টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩ শিক্ষার্থীর ওপর হামলা চালায় বহিরাগতরা। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও হাসপাতালের সবকটি ফটক বন্ধ করে আন্দোলন করেন।

পরবর্তীতে ওসমানীর পরিচালককে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। এ ছাড়া কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে