আদমদীঘিতে বেইলি ব্রিজের সংস্কার

প্রকাশিত: আগস্ট ১, ২০২২; সময়: ৯:৩৫ অপরাহ্ণ |
আদমদীঘিতে বেইলি ব্রিজের সংস্কার

আহসান হাবীব মির্জা, আদমদীঘি : বগুড়ার আদমদীঘির কদমা এলাকায় সোমবার বেলা ১১ টা থেকে বেইলি সেতুর সংস্কার কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আদমদীঘি উপজেলার কদমা মৎস্য খামারের নিকট ঐতিহাসিক রক্তদহ বিলের উপড় নির্মিত বেইলি ব্রিজের পাটাতন (লোহার পাত) খুলে যাওয়ায় বড় যানবাহন চলাচল বন্ধ এবং ছোট যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছিল। বিষয়টি সংশ্লীষ্ট বিভাগের নজরে আসলে। সোমবার দুপুর থেকেই বেইলি সেতুর সংস্কার কাজ শুরু করে।

সংস্কার কাজে দায়িত্বরত হেড মিস্ত্রি আবদুস সাত্তার বলেন, বেলা ১১টায় জনবল নিয়ে ব্রিজটি সংস্কার কাজ শুরু করেছি সন্ধ্যার মধ্যে শেষ করবো। এখন থেকে আবার আগের মতো বড়-ছোট সকল ধরনের যানবাহন চলাচল করতে পারবে বলে আশা করা যাচ্ছে। এদিকে ব্রিজ সংস্কার শুরু হলে সেই আনন্দে দমদমা গ্রামের অটোরিকশা চালক রফিকুল ইসলাম চাঁন স্থানিয়দের মিষ্টিমুখ করান।

তিনি জানান, পৌর শহর ও জংশন থাকায় উপজেলার সান্তাহার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। কিন্তু এই ব্রিজ দিয়ে বড় যান চলাচল বন্ধ তো রয়েছেই আর আমার মতো ছোট যানবাহনের চালকরা জীবিকার ত্যাগিদে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। সংস্কার শুরু হওয়ার খবর শুনে আমি আনন্দিত।

সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি জানান, ব্রিজটি নির্মানের পর থেকে কদমা, করজবাড়ি, রামপুরা ও ময়ূর কাশিমালাসহ ৮-১০ গ্রামের মানুষের জীবনযত্রার চিত্র বদলে যায়। এখানে বেইলী ব্রীজের পরিবর্তে দ্রুত ঢালাই ব্রীজ নির্মাণ করা প্রয়োজন বলে মনে করি।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ বিভাগীয় প্রকৌশলী আমানুল্লাহ আমান জানান, সেতুর পরিস্থিতির বিষয়ে আমরা অবগত হয়ে সংস্কার কাজ শুরু করি। শুধু তাই নয়, এনিয়ে আমরা মন্ত্রনালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিলাম। সে অনুযায়ী অনুমোদনও হয়েছে। এই সেতুটির পরিবর্তে এখানে ঢালাই সেতু নির্মান করা হবে। এখন দরপত্র আহবান করে ঠিকাদারের মাধ্যমে বেইলী ব্রিজের স্থলে শিগগিরই ঢালাই সেতু নির্মাণ করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে