পত্নীতলায় নির্ধারিত মূল্যে সার বিক্রির জন্য ডিলারদের সতর্কীকরন অভিযান

প্রকাশিত: আগস্ট ১, ২০২২; সময়: ৯:১৫ অপরাহ্ণ |
পত্নীতলায় নির্ধারিত মূল্যে সার বিক্রির জন্য ডিলারদের সতর্কীকরন অভিযান

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে সার ডিলারদের সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম। এ সময় সাথে ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান প্রমূখ।

সোমবার (১ আগস্ট ) সন্ধ্যায় উপজেলা সদরে বিভিন্ন সার ডিলার বিক্রয় কেন্দ্রে ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে ডিলারদের সতর্ক করেন এবং তাদের মজুদ যাচাই করেন।

কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার বলেন কৃষি মন্ত্রনালয় কর্তৃক প্রতি কেজি ইউরিয়া সারের মূল্য ৬ টাকা বৃদ্ধি করে নির্ধারন করেছে। আগে ১৬ টাকা বিক্রি করতো এখন তারা ২২ টাকা বিক্রি করতে পারবে এর বেশী যেন না নেওয়া হয় এজন্য ডিলারদের সতর্ক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম বলেন, সরকারের বেঁধে দেয়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি না করা এবং তাদের মজুদ যাচাই করা হচ্ছে যাতে তারা অবৈধ মজুদ না করতে পারে, আগের দামে যে পরিমাণ সার ক্রয় করেছেন সেগুলো আগের নির্ধারিত দামে বিক্রি করতে হবে সেটাও যাচাই করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে