বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রকাশিত: আগস্ট ১, ২০২২; সময়: ৭:১৪ pm |
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে ছলিম উদ্দিন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বনপাড়া পৌরসভার নটাবাড়িয়া মাঠে এ ঘটনা ঘটে। ছলিম উদ্দিন চক-নটাবাড়িয়া গ্রামের লইমুদ্দিনের ছেলে।
স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ আলী জানান, ছলিম উদ্দিন বিকেলে মাঠে নিজ জমিতে ধানের চারা রোপন করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।