হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনায় ৫৩ বেঞ্চ

প্রকাশিত: আগস্ট ১, ২০২২; সময়: ৪:৫৬ অপরাহ্ণ |
হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনায় ৫৩ বেঞ্চ

পদ্মাটাইমস ডেস্ক : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৫৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে বিচারকার্য শুরু হয়েছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী স্বাক্ষরিত বেঞ্চ গঠন সংক্রান্ত নির্দেশনার বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

প্রধান বিচারপতি ১৬টি একক এবং ৩৭টি দ্বৈত বেঞ্চসহ মোট ৫৩টি বেঞ্চ গঠন ও বিচারকদের বিচারিক এখতিয়ার নির্ধারণ করে দিয়েছেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ১১ জন অতিরিক্ত বিচারপতিও আজ থেকে বিচারকার্য পরিচালনায় যোগদান করেছেন।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রোববার বিকেলে তাদের শপথবাক্য পাঠ করান। অতিরিক্ত বিচারপতিরা হলেন- এলপিআরএলে থাকা জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী, জেলা ও দায়রা জজ আতাবুল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম, আইনজীবী আলী রেজা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বজলুর রহমান, মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, টাঙ্গাইলের জেলা জজ ফাহমিদা কাদের, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম রবিউল হাসান।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানান, হাইকোর্ট বিভাগে নতুন বিচারপতিগণ বিচার কার্যক্রম পরিচালনায় আজ থেকে বেঞ্চে বসেছেন। প্রধান বিচারপতি সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগের জন্য গতকাল বেঞ্চ গঠন করে দিয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে