রাবিতে ডিউটিরত অবস্থায় কর্মচারীর মৃত্যু

প্রকাশিত: আগস্ট ১, ২০২২; সময়: ৩:৩৬ অপরাহ্ণ |
রাবিতে ডিউটিরত অবস্থায় কর্মচারীর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে কর্তব্যরত অবস্থায় কর্মচারী সাইফুল ইসলাম বাবু (৪১) মারা গেছেন। সোমবার ভোর ছয়টার দিকে প্রশাসন ভবনের আর্কাইভ অফিসের সামনে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফুল ইসলাম বাবু ক্যাম্পাস সংলগ্ন নগরীর নতুন বুধপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তার পিতা মৃত ফটিক মিয়া ও মাতার নাম শরিফা বেওয়া। তিনি বিশ^বিদ্যালয়ের প্রশাসন ভবনে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৪১ বছর।

জানতে চাইলে বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, সাইফুল ইসলাম বাবু প্রশাসন ভবনে নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন। সোমবার ভোর ছয়টার দিকে এক আনসার সদস্য প্রশাসন ভবনের নীচতলার সব লাইট বন্ধ দেখে তাকে খুঁজতে যান। খোঁজাখুঁজি করে আর্কাইভ অফিসের সামনে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে।

পরে তাকে উদ্ধার রাবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান তিনি রাতেই ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা গেছেন। আরো নিশ্চিত হবার জন্য তাকে রামেকে পাঠানো হয়েছিলো। প্রশাসন ভবনের সিসি ক্যামেরাগুলোর ফুটেজ দেখার পর কখন কিভাবে কী হয়েছে, সেটা আরো সঠিকভাবে জানা যাবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে