স্কুল-কলেজের অ্যাসেম্বলিতে মাদকবিরোধী শপথের নির্দেশ

প্রকাশিত: আগস্ট ১, ২০২২; সময়: ১:৪৪ অপরাহ্ণ |
স্কুল-কলেজের অ্যাসেম্বলিতে মাদকবিরোধী শপথের নির্দেশ

পদ্মাটাইমস ডেস্ক : সব সরকারি বেসরকারি স্কুল-কলেজের অ্যাসেম্বলিতে মাদকবিরোধী শপথ পাঠ ও বক্তৃতা দেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত মাদকবিরোধী কমিটির কার্যক্রম সক্রিয় করা এবং মাদক পরিহারে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করতে বলা হয়েছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সব স্কুল-কলেজে এসব কর্মসূচি গ্রহণের নির্দেশ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুরোধে এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশে স্কুল-কলেজগুলোকে এসব কর্মসূচি বাস্তবায়ন করতে বললো অধিদপ্তর।

গত ২৭ জুলাই অধিদপ্তর থেকে সব পরিচালক ও উপপরিচালকদের আদেশটি পাঠানো হয়ে। এতে অধিদপ্তর বলছে, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে মানুষের বিবেক, নৈতিকতা, মূল্যবোধ ইত্যাদির উন্নয়ন ঘটিয়ে পারিবারিক, সামাজিক ও পারিপার্শ্বিক পর্যায়ে মাদকদ্রব্যের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং সামাজিক: উদ্বুদ্ধকরণের মাধ্যমে মাদকের চাহিদা হ্রাসে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এসব কর্মসূচি পালন ও বাস্তবায়ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হলো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে