মিয়ানমারে জরুরি অবস্থা ৬ মাস বাড়লো
প্রকাশিত: আগস্ট ১, ২০২২; সময়: ১২:১১ pm |
খবর > আন্তর্জাতিক / শীর্ষ সংবাদ

পদ্মাটাইমস ডেস্ক : মিয়ানমারে জরুরি অবস্থার সময়সীমা ছয় মাসের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির জান্তা প্রধান মিন অং হ্লাইং।
সোমবার মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
গত বছর ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি সরকারের কাছ থেকে ক্ষমতা দখলের পর প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যরা জরুরি অবস্থার মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর প্রস্তাবকে সমর্থন করেছেন।