ভারত দল থেকে বাদ কোহলি

প্রকাশিত: জুলাই ৩১, ২০২২; সময়: ২:৪০ অপরাহ্ণ |
খবর > খেলা
ভারত দল থেকে বাদ কোহলি

পদ্মাটাইমস ডেস্ক : জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলের নেতৃত্বভার পড়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করা শিখর ধাওয়ানের ওপর। তবে এই সিরিজে বিরাট কোহলি থাকার তুমুল গুঞ্জন থাকলেও তিনি খেলছেন না।

কোহলিকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করেছে টিম ম্যানেজমেন্ট। এছাড়া দলের বাইরে রয়েছেন লোকেশ রাহুল ও জাসপ্রিত বুমরাহ। অন্যদিকে দলে ফিরেছেন ওয়াশিংটন সুন্দর। ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রাহুল ত্রিপাটি।

এছাড়া দলে ফিরেছেন দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে থাকা দীপক চাহার। ইনজুরির কারণে তিনি এবারের আইপিএলে খেলতে পারেননি। খেলেননি আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই ফিরছেন তিনি।

এ সফরে ভারত খেলবে তিনটি ওয়ানডে ম্যাচ। সিরিজ শেষ হবে এশিয়া কাপের ঠিক আগে। এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট। তার আগে এশিয়া কাপের জন্য দলও ঘোষণা করতে হবে বিসিসিআইকে।

দুই দলের ওয়ানডে সিরিজটি শুরু হবে ১৮ আগস্ট। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ আগস্ট, আর শেষ ম্যাচটি হবে ২২ তারিখ। সিরিজের সবগুলো ম্যাচই গড়াবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে