পত্নীতলায় থানা ও ট্রাফিকের যৌথ চেকপোস্ট ৩৩ মামলা
প্রকাশিত: জুলাই ৩০, ২০২২; সময়: ৮:১০ pm |
খবর > আঞ্চলিক

মাসুদ রানা, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় থান পুলিশ ও ট্রাফিকের যৌথ চেকপোস্ট পরিচালনা ৩৩ মামলা দায়ের।
শনিবার দুপুরে পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকায় মোটরসাইকেলের সঠিক কাগজ পত্র, ডাইভিং লাইসেন্স হেলমেট না থাকা, নিয়ম না মেনে বেপরোয়া চলাচলের অপরাধে ৩৩ টি মামলা করেন ট্রাফিক সার্জেন্ট জগদীশ। এসময় সাথে ছিলেন পত্নীতলা থানার উপ পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ্ বলেন সড়কের দূর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনীয় কাগজপত্র এবং অবশ্যই হেলমেট পরে ট্রাফিক আইন মেনে মটরসাইকেল চালানোর অনুরোধ করেন।