‘প্রতিবাদী’ হিরো আলমের ‘জেল হবে না ফাঁসি হবে’

প্রকাশিত: জুলাই ৩০, ২০২২; সময়: ৩:১১ অপরাহ্ণ |
খবর > বিনোদন
‘প্রতিবাদী’ হিরো আলমের ‘জেল হবে না ফাঁসি হবে’

পদ্মাটাইমস ডেস্ক : গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদ ও মুচলেকা আদায়ের প্রতিবাদে অনলাইন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম এবার নিয়ে এসেছেন প্রতিবাদী গান। সেই গানের শিরোনাম তিনি দিয়েছেন ‘আমার জেল হবে না ফাঁসি হবে’।

বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে হিরো আলমকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের রাতেই গানের কথাগুলো লেখা। সেটিতে সুর আরোপ করে দুই দিনের মাথাতেই তা প্রকাশ করলেন হিরো।

সেই জিজ্ঞাসাবাদের পর হিরোর কাছ থেকে ভবিষ্যতে আর রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি না গাওয়ার মুচলেকা আদায়ের বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়।

ঈদুল ফিতরের পর হিরো তার চ্যানেলে ‘আমারো পরানো যাহা চায়’ গান প্রকাশের পর তুমুল সমালোচনা হয় তাকে নিয়ে। পরে হিরো প্রথমবারের মতো নিজের গান অনলাইন থেকে সরিয়ে নেন। পাশাপাশি বলেন, তিনি উপলব্ধি করেছেন, রবীন্দ্রসঙ্গীত গাওয়া তার উচিত হয়নি। ভবিষ্যতে তিনি আর গাইবেন না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে