ওলা-উবারের এক হওয়ার গুঞ্জন

প্রকাশিত: জুলাই ৩০, ২০২২; সময়: ২:২৪ অপরাহ্ণ |
ওলা-উবারের এক হওয়ার গুঞ্জন

পদ্মাটাইমস ডেস্ক : একীভূত হতে পারে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার ও ওলা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কোতে উবারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন ওলার মুখ্য কার্যনির্বাহী ভাবিশ আগারওয়াল।

ওই বৈঠকের সূত্র দিয়ে ভারতের দ্য ইকনোমিক টাইমস তাদের প্রতিবেদনে দুই সংস্থার একীভূত হওয়ার বিষয়ে লিখেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ দুই সংস্থারই বিনিয়োগকারী প্রতিষ্ঠান সফটব্যাংকের চাপে চার বছর আগেও দুই প্রতিষ্ঠানের একীভূত হওয়ার বিষয়ে কথা হয়। তবে তখন কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি প্রতিষ্ঠান দুটি।

ভারতের বাজারে তীব্র প্রতিযোগিতা রয়েছে উবার ও ওলার। গাড়ির চালক ও যাত্রীদের জন্য ডিসকাউন্টের সুযোগ রাখতে হয়ে শত শত কোটি টাকা খরচ করছে প্রতিষ্ঠান দুটি।

তবে একীভূত হওয়ার খবর উড়িয়ে দিয়েছে উবার ও ওলা। ওলার ভাবিশ আগারওয়াল টুইটারে লিখেছেন- বাজে খবর। আমাদের যথেষ্ট লাভ হচ্ছে। যদি কোনো সংস্থা ভারত ছাড়তে চায়, স্বাগত। আমরা একীভূত হবো না।’

এরআগে ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছিল ভারত থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তা করছে উবার। সেটিও অস্বীকার করা হয় উবারর পক্ষ থেকে। উবারের মুখপাত্র রুচিকা তোমর বলেন, ‘ব্লুমবার্গের রিপোর্ট সম্পূর্ণ ভুল। আমরা কখনওই ভারত ছাড়ার কথা ভাবিনি। এক মিনিটের জন্যেও নয়।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে