বিস্কুট খেয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

প্রকাশিত: জুলাই ৩০, ২০২২; সময়: ১:৩৩ অপরাহ্ণ |
বিস্কুট খেয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : যশোরের শার্শায় খোলা বাজারের বিস্কুট খেয়ে মাহিন (১৩) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছে আরো ছয় ছাত্র।

শুক্রবার সন্ধ্যায় শার্শা সদর ইউপির নারায়নপুর আশরাফুল কওমী মাদরাসায় এ ঘটনা ঘটে।

মাদরাসা শিক্ষক হাফেজ মাওলানা আনারুল ইসলাম বলেন, ছাত্ররা দুপুরের খাবার খেয়ে ঘুমিয়েছিলো। পরে বিকেলে এক ছাত্রের বাড়ি থেকে দেয়া বিস্কুট খাওয়ার পর ছাত্ররা অসুস্থ হয়ে পড়ে। এ সময় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন। অসুস্থদের মধ্যে এক ছাত্রকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্কুট কিনে দেয়া মাদরাসা ছাত্রের ভগ্নিপতি রাসেল আহমেদ বলেন, বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাভারন বাজারের ফুটপাত থেকে ৫০০ গ্রাম ওজনের দুই প্যাকেট বিস্কুট কিনে দিয়েছিলাম।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক সিদ্দিকুর রহমান জানান, মাদরাসার সাত ছাত্রকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে মাহিনের মৃত্যু হয়। এছাড়া অপর এক ছাত্রের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের চিকিৎসা চলছে।

শার্শা থানার ওসি মামুন খান বলেন, মাহিন নামে এক ছাত্রের মৃত্যুর বিষয়টি শুনেছি। তদন্ত করছে পুলিশ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে