বাগমারায় বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণসহ ২ লক্ষাধিক টাকা চুরি

প্রকাশিত: জুলাই ২৯, ২০২২; সময়: ৭:১৪ অপরাহ্ণ |
বাগমারায় বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণসহ ২ লক্ষাধিক টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মোহম্মাদপুর গ্রামে মাজেদুর রহমানের বাড়িতে বৃহস্পতিবার রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাতের কোন এক সময়ে শয়ন কক্ষের জানালার গ্রিল খুলে বাসার ভিতরে প্রবেশ করে ঘরের আলমারী, বাকসা, সুকেশের ৭/৮ তালা ভেঙ্গে স্বর্ণলংকার ও নগদ টাকা চুরি করা হয়।

গতকাল শুক্রবার সকালে চুরির বিষয় জানতে ঘটনাস্থলে এই প্রতিবেদক গেলে স্থানীয়রা সংঘবদ্ধ একটি চক্র পূর্ব পরিকল্পিত ভাবে এমন চুরির ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন। এ ব্যাপারে মাজেদুর রহমানের পিতা সাবেক সেনা সদস্য জয়েন উদ্দিন শুক্রবার সকালে বাগমারা থানায় একটি এজাহার দাখিল করেছেন।

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাজেদুর রহমান ঢাকায় চাকুরি করেন। গত ঈদে ছেলে-মেয়ে ও স্ত্রীকে বাসায় রেখে মাজেদুর কর্মস্থলে যান। বৃহস্পতিবার রাতে মাজেদুর রহমানের স্ত্রী রাতে খাবার খেয়ে নিজ কক্ষে না ঘুমিয়ে মেয়ের সদ্যই সন্তান প্রসবের ঘরে ঘুমিয়ে যান। এ সময় ওই ঘরে কেউ না থাকার সুযোগে চোরের দল বাড়ির বাইরের গ্রিল খুলে ভিতরে প্রবেশ করে সমস্ত জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

রাত শেষে খুব ভোরে চোরের নিয়ে যাওয়া একটি ট্রাঙ্ক বিলে ফেলে যায়। পান ভাঙ্গতে যাওয়া গ্রামের আজিজুল হক নামে এক যুবক ওই ট্রাঙ্কে মাজদুরের নাম ঠিকানা দেখতে পায়ে তার বড় ভাই জাহেদুর রহমানকে বিষয়টি জানায়। জাহেদুর বিষয়টি জেনে খোঁজাখুজি করতে দেখেন তার ছোট ভাইয়ের বাসার জানালা ভাঙ্গা।

তাৎক্ষনিক চেচামেচিতে পরে বাসার ভিতরে গিয়ে তারা ঘরের সমস্ত আসবাবপত্রের জিনিস বের করে রড দিয়ে বাঁকা ও তালা ভাঙ্গা দেখতে পায়। রাতে ওই কক্ষে কেউ না থাকার সুযোগে চোরের দল ভিতরে প্রবেশ করে ঘরের আলমারী, ওয়ারড্রপের তালা ভেঙ্গে স্বর্ণের জিনিসপত্র সহ নগদ টাকা লুট করে নেয়।

এ ব্যাপারে বাগমারা থানার ওসি রবিউল ইসলাম বলেন, চুরির ঘটনাস্থল পরিদর্শন ও আলামত জব্দ করা হয়েছে। এ বিষয়ে আরো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে