গোদাগাড়ীতে ভূমি সংস্কার ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: জুলাই ২৯, ২০২২; সময়: ৬:৩৫ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে ভূমি সংস্কার ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : সিসিবিভিওর আয়োজনে গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভূমি ব্যবস্থাপনা নথী সংরক্ষণ, সরকারী ভূমি অধিদপ্তরে অভিগম্যতা ও ভূমি বিরোধ নিষ্পত্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় ও সিসিবিভিও রাজশাহীর আয়োজনে রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভূমি ব্যবস্থাপনা এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে রক্ষাগোলা সদস্য পরিবারের মাঝে ভূমি ব্যবস্থাপনা ও আইন সম্পর্কে সম্যক জ্ঞান ও সচেতনতা লাভ করবে। এতে করে অভীষ্ট জনগোষ্ঠী নিজেরাই খাস জমি বন্দোবস্তসহ, জমি বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে পারবে এই যৌক্তিকতাকে সামনে রেখে রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ে রক্ষাগোলা সংগঠনের ৩১ জন সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

প্রশিক্ষণের উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সরকার। উপস্থিত ছিলেন সিসিবিভিওর নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা রানী হেম্ব্রম, ইমরুল সাদাত মিলন, ভূমি উন্নয়ন কর্মকর্তা নিরঞ্জন কুজুর। প্রশিক্ষণের আলোচ্য বিষয় হলো ভূমি সংস্কার ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন, জমি-জমার কাগজপত্র পরিচিত এবং খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা, উত্তরাধিকার আইন ও রীতি-নীতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্পত্তি হস্তান্তর ও রেজিষ্ট্রেশন আইন, ভূমি ব্যবস্থাপনা এবং কাঠামো কর্মকর্তা ও কর্মচারীদের কাজ ।

প্রশিক্ষণের সমাপ্তী ঘোষনা করেন সিসিবিভিও’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও দক্ষিন গুণিগ্রাম রক্ষাগোলা সংগঠনের মোড়ল প্রসেন এক্কা এবং প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম এবং তাকে সার্বিকভাবে সহায়তা করেন সমাজ সংগঠক রঞ্জিত সাওরীয়া ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে