সিরাজগঞ্জে অর্থনৈতিক অঞ্চলে জমির মালিকদের পাওনা টাকা পরিশোধের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: জুলাই ২৯, ২০২২; সময়: ৬:২৪ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে অর্থনৈতিক অঞ্চলে জমির মালিকদের পাওনা টাকা পরিশোধের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলে ব্যক্তি মালিকানাধীন জমির পাওনা টাকা পরিশোধের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ৮টি মৌজার অন্তত ২০ গ্রামবাসী। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া মহল্লায় পানি উন্নয়ন বোর্ড এর ক্রসবার বাঁধ-৩ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জমি মালিকদের স্বার্থরক্ষা সংরক্ষণ কমিটির সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে ও জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক এস এম মনিরুজ্জামান মনির সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নূর দীপু, প্রমুখ।

বক্তারা বলেন, একদিকে প্রধানমন্ত্রী গৃহহীনদের বাড়ী দিচ্ছেন অপরদিকে একশ্রেণির আমলারা মানুষের জমি কেড়ে নিচ্ছে। জনগন মাঠে নেমেছে তাদের অধিকার আদায় করে ছাড়বে। ঐক্যবদ্ধ জনগণকে দাবায়ে রাখা যাবে না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে