১০ টাকা বেড়েছে ব্রয়লার, আগের দামেই সবজি

প্রকাশিত: জুলাই ২৯, ২০২২; সময়: ২:৩২ অপরাহ্ণ |
১০ টাকা বেড়েছে ব্রয়লার, আগের দামেই সবজি

পদ্মাটাইমস ডেস্ক : গতকাল বৃহস্পতিবার ১৬০ টাকা দরে বিক্রি হওয়া ব্রয়লার মুরগি দাম এক দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ টাকা। আজ বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। তবে বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে সবজির দাম। অনেকটা কমেছে শশা-টমেটোর দাম।

শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর মিরপুর-১ নং বাজার ও রায়েরবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, কোরবানির ঈদের সময় দেড়শো টাকা কেজি দরে বিক্রি হওয়া শশা এখন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। দাম কমেনি টমেটোর। বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা।

সবজির মধ্যে লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। গোল বেগুন ৮০ থেকে ৯০ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি ৮০ টাকা, পেঁপের কেজি ৫০ টাকা, বটবটি ৮০ টাকা ও দুন্দল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দামে।

এছাড়া চাল কুমড়ার পিস ৫০ টাকা, লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। কাঁচা কলার হালি ৪০ টাকা। লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা।

আলুর কেজি ৩০ টাকা। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে। চায়না রসুন ১৪০ থেকে ১৫০ টাকা। আদার বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে।

চিনি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। দেশি মুশুর ডাল ১৩০ থেকে ১৪০ টাকা। ভারতীয় মুশুর ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি দরে।

এসব বাজারে লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকা। বাজারে হাঁসের ডজন বিক্রি হচ্ছে ১৯৫ থেকে ১৯০ টাকা।
গরুর মাংস আগের মতোই বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে। খাসির মাংস ৯০০ টাকা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে