কিমের পাশে দাঁড়িয়ে কাঁদলেন তার স্ত্রী

প্রকাশিত: জুলাই ২৯, ২০২২; সময়: ১:২৭ অপরাহ্ণ |
কিমের পাশে দাঁড়িয়ে কাঁদলেন তার স্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : ১৯৫০-৫৩ সালের কোরিয়ান যুদ্ধ সমাপ্তির ৬৯তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের পাশে দাঁড়িয়ে কেঁদেছেন দেশটির ফার্স্ট লেডি রি সোল-জু। রাজধানী পিয়ং ইয়ং এ ২৭ শে জুলাই এটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভাষণ দেবার সময় কিম বলেন, আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে যে কোনো সংকট মোকাবেলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত।

তিনি আরো বলেন, যুদ্ধ অবসানের ৭০ বছর পরে এসেও যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বিপজ্জনক ও অবৈধমূলক তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি উত্তর কোরিয়ার বিরুদ্ধে নানা চক্রান্ত করে যুক্তরাষ্ট্র তার আচরণকে ন্যায্য বলে প্রমাণের চেষ্টা করছে।

তিনি বলেন, সামরিক তৎপরতার নামে যুক্তরাষ্ট্র দ্বিমুখী অবস্থান বজায় রেখে চলেছে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে যে বৃহৎ পরিসরের সামরিক মহড়া চালায় তা উত্তর কোরিয়ার বিরুদ্ধে মারাত্মক হুমকি এবং উস্কানিমূলক। এই কারণে দুই দেশের সম্পর্ক অত্যন্ত কঠিন হয়ে উঠেছে এবং সংঘাতময় এই অবস্থা থেকে ফিরে আসার কোনো পথ নেই।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে