আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের এএসপি উৎপল পেলেন রাষ্ট্রপতি পুলিশ পদক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২২; সময়: ৮:৫১ অপরাহ্ণ |
আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের এএসপি উৎপল পেলেন রাষ্ট্রপতি পুলিশ পদক

নিজস্ব প্রতিবেদক : ভালো কাজ ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ পুলিশের রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা প্রাপ্ত হওয়ায় সহকারি পুলিশ কমিশনার (সাইবার ক্রাইম ইউনিট) উৎপল কুমার চৌধুরী ও কনস্টেবল ১৪৮৬ মো: মাহফিজুর রহমানকে অভিনন্দন জানান আরএমপি কমিশনার।

২৮ জুলাই দুপুর ২ টার দিকে আরএমপি সদরদপ্তরে প্রধানমন্ত্রী এর পক্ষে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ২০২০ সালের জন্য উৎপল কুমার চৌধুরীকে ও ২০২১ সালের জন্য কনস্টেবল/১৪৮৬ মো: মাহফিজুর রহমানকে পুলিশ পদক প্রদান করেন।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পদক প্রদাণ করে থাকেন। করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে পুলিশ সপ্তাহ হয়নি। করোনার প্রকোপ কম থাকায় গত ২৩ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত উদযাপিত পুলিশ সপ্তাহ-২০২২ এ মাননীয় প্রধানমন্ত্রী ভাচুয়ালী যুক্ত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) ও রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে