বাঘায় কলেজ ছাত্র প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর টানা ৩১ ঘন্টা অনশন অব্যাহত

প্রকাশিত: জুলাই ২৮, ২০২২; সময়: ৮:৩৮ অপরাহ্ণ |
বাঘায় কলেজ ছাত্র প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর টানা ৩১ ঘন্টা অনশন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় কিশোর প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর টানা ৩১ ঘণ্টা যাবত অনশনে বসে আছে। তবে ওই গৃহবধূর অনশন ভাঙ্গাতে কেউ এগিয়ে আসেনি। উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর পন্ডিত পাড়া গ্রামের কিশোর প্রেমিক নাইম উদ্দিনের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে আসার পর সে কিশোর নাইম বাড়ি থেকে পালিয়েছে।

জানা গেছে, মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর পন্ডিত পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এইচএসসি পরীক্ষার্থী নাইম উদ্দিনের (১৭) সাথে দুই সন্তানের জননীর (২৪) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর নাইমকে বিয়ের জন্য চাপ দেয় প্রেমিকা। কিন্তু কিশোর প্রেমিক বিয়ে করতে রাজি হয়নি। এক পর্যায়ে মঙ্গলবার (২৬ জুলাই) রাত ৮টার দিকে বিয়ের দাবিতে তার বাড়িতে আসে। প্রেমিকা বাড়িতে আসার পর পালিয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকাল ৩টায় খবর লিখা পর্যন্ত কিশোরের বাড়িতে বসে ছিল প্রেমিকা। প্রেমিকার দুইটি কন্যা সন্তান রয়েছে। একটির বয়স ৬ বছর আরেকটির বয়স আড়াই বছর।

এ বিষয়ে অনশনকৃত ওই নারী জানান, রোজার ঈদের আগে থেকে নাইম এর সঙ্গে ফোনে কথা বলা শুরু হয়। তারপর থেকে প্রেমের সম্পর্ক হয়। নাইম বিয়ে করবে এবং মেয়ের দায়িত্ব নিবে বলে কয়েকবার শারীরিক সম্পর্ক করেছে। কিন্তু সে বিয়ে করতে রাজি হচ্ছে না। তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে এসে অনশন করছি। সে বিয়ে না করা পর্যন্ত যাব না। তার স্বামী আর ঘরে নিবে না বলে জানিয়ে দিয়েছে। আমি এখন নিরুপায় হয়ে পড়েছি।

এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এটি একটি পারিবারিক ব্যাপার। এ বিষয়ে লিখিত অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে