আদমদীঘিতে গলায় ফাঁস লাগিয়ে জমিতে পুতে রাখা নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: জুলাই ২৮, ২০২২; সময়: ৬:২৭ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘিতে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় কৃষি জমিতে মুখমন্ডল পুতে রাখা মর্জিনা বেগম (৪০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মর্জিনা বগুড়ার দুপচাঁচিয়ার সাহারপুকুর এলকার আবুল কাশেমের স্ত্রী। বৃহস্পতিবার সকালে উপজেলার নশরতপুর ইউপির মুরাইল বাজারের কুশপুকুরিয়া নামক এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানিয় সূত্রে জানাগেছে, উপজেলার মুরাইল বাজার সংলগ্ন এলাকায় জনৈক শফি মন্ডলের ফসলি জমিতে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মর্জিনা বেগমের মুখমন্ডল কাদায় পুতে রাখা হয়। বৃহস্পতিবার সকালে স্থানিয়রা সেখানে ওই নারীর মরদেহের একাংশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রহস্য উদঘাটনের চেষ্টা চালানো হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে